আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘের সমর্থন চাইলেন সুদানের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘের সমর্থন চাইলেন সুদানের প্রধানমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের তাওইলা শহরের কাছে খোলা মাঠে একটি অস্থায়ী শিবিরে বিশ্রাম নিচ্ছেন আরএসএফের নিয়ন্ত্রণে আসার পর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য জমজম শিবির থেকে পালিয়ে আসা লোকেরা। (এএফপি)

সুদানের চলমান গৃহযুদ্ধ অবসানে একটি শান্তি পরিকল্পনায় সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি নিরাপত্তা পরিষদকে “ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর” অনুরোধ জানান।

বিজ্ঞাপন

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। আরএসএফ বর্তমানে দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। এই সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘে বক্তব্যে প্রধানমন্ত্রী ইদ্রিস বলেন, “আমাদের একটি সার্বিক যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, যা জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগের যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। একই সঙ্গে বিদ্রোহী মিলিশিয়াদের দখলকৃত সব এলাকা থেকে সরে যেতে হবে।”

তিনি আরও জানান, একটি অন্তর্বর্তীকালীন সময়ের পর সুদানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে, যাতে ‘সুদানিদের মধ্যে সংলাপ’ সম্ভব হয়।

তবে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, এই সফরের সময় প্রধানমন্ত্রী ইদ্রিস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেননি।

এর আগে গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদানের সংঘাত নিরসনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে যুক্তরাষ্ট্র ও তথাকথিত ‘কোয়াড’ জোট—মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় চলমান আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

সূত্র: আল আরাবিয়া

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন