টিউশন ফি বাড়ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ২৫
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ২৬
ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রতিবছর মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিউশন ফি বাড়বে। দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন আগামী দুই বছরের জন্য টিউশন ফি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি আইন প্রণয়নের মাধ্যমে এটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলেও জানিয়েছে তিনি। খবর বিবিসির

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রক্ষণাবেক্ষণ ঋণও প্রতি বছর বৃদ্ধি পাবে। সোমবার সংসদে দেয়া বক্তব্যে ফিলিপসন বলেন, ‘টিউশন ফি বাড়ানোর সুযোগ শর্তাধীন। কেবলমাত্র সেই বিশ্ববিদ্যালয়গুলোই টিউশন ফি মুদ্রাস্ফীতির হারে বাড়াতে পারবে যাদের উচ্চমানের পাঠদান শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করবে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘যেসব প্রতিষ্ঠান মানসম্মত পাঠান করতে ব্যর্থ হবে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নিতে পারবে না। পূর্ণ ফি নিতে হলে উচ্চমানের শিক্ষাদান নিশ্চিত করতে হবে।’

২০১৭ সাল থেকে স্থগিত থাকার পর, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ফি এই শিক্ষাবর্ষ থেকে নয় হাজার ৫৩৫ পাউন্ড করা হয়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত