আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিউশন ফি বাড়ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে

আমার দেশ অনলাইন
টিউশন ফি বাড়ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে
ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রতিবছর মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিউশন ফি বাড়বে। দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন আগামী দুই বছরের জন্য টিউশন ফি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি আইন প্রণয়নের মাধ্যমে এটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলেও জানিয়েছে তিনি। খবর বিবিসির

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রক্ষণাবেক্ষণ ঋণও প্রতি বছর বৃদ্ধি পাবে। সোমবার সংসদে দেয়া বক্তব্যে ফিলিপসন বলেন, ‘টিউশন ফি বাড়ানোর সুযোগ শর্তাধীন। কেবলমাত্র সেই বিশ্ববিদ্যালয়গুলোই টিউশন ফি মুদ্রাস্ফীতির হারে বাড়াতে পারবে যাদের উচ্চমানের পাঠদান শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করবে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘যেসব প্রতিষ্ঠান মানসম্মত পাঠান করতে ব্যর্থ হবে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নিতে পারবে না। পূর্ণ ফি নিতে হলে উচ্চমানের শিক্ষাদান নিশ্চিত করতে হবে।’

২০১৭ সাল থেকে স্থগিত থাকার পর, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ফি এই শিক্ষাবর্ষ থেকে নয় হাজার ৫৩৫ পাউন্ড করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন