ইসরাইলের আরো ৪ জিম্মির লাশ হস্তান্তর করল হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০: ৫০
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলের আরো চার জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার চার জিম্মির কফিন আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করা হয়। খবর টাইমস অব ইসরাইলের।

মঙ্গলবার রাতে লাশগুলো ইসরাইলে পৌঁছায়। লাশগুলো ফরেনসিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এরআগে সোমবার আরো চারজনের লাশ হস্তান্তর করেছিল হামাস। এ নিয়ে আট জিম্মির লাশ ফেরত দেয়া হলো। আরো ২৪ জিম্মির লাশ হামাসের কাছে রয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এরআগে ইসরাইল সতর্ক করে দেয় যে, জিম্মিদের সব লাশ ফেরত দেয়া না হলে ত্রাণ সরবরাহ সীমিত করা হবে।

এদিকে, গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজ সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া পোস্টে তিনি একথা জানান।

ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

এরআগে, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় চুক্তির প্রথম পর্যায়ের আওতায় ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত