ইতালির উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১: ৪৫
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২১: ৪৬
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নৌকাটির ৮০ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর ইয়েনি শাফাকের।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সংবাদ সংস্থা ANSA জানিয়েছে, ল্যাম্পেডুসা উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে ।

উল্লেখ্য , উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা দেয়। ফলে অনেক প্রাণহানির ঘটনা ঘটে । জাতিসংঘের তথ্যমতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত