থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা, আহত ২৩

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪০
ছবি: রয়টার্স

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কম্বোডিয়ার বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে থাইল্যান্ডের পুলিশ। এতে অন্তত ২৩ জন আহত হন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ ঘটনাকে জুলাই মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর সবচেয়ে বড় সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে তাদের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উত্তেজনা বৃদ্ধি করতে এমন পদক্ষেপ এড়িয়ে যেতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি কম্বোডিয়ার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ডের জন্য থাইল্যান্ডের সেনাবাহিনীর নিন্দাও জানানো হয়েছে।

সংঘর্ষটি ঘটে সা কেও প্রদেশের বান নং ইয়াকাউ গ্রামে, যা থাইল্যান্ডের দাবি অনুযায়ী তাদের ভূখণ্ড, কিন্তু কম্বোডিয়া বলছে সেটি তাদের বান্তেই মেনচেই প্রদেশের প্রেই চ্যান গ্রামের অংশ। থাই কর্তৃপক্ষ গত মাসে ওই এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করে, এরপর থেকেই সীমান্তের দুই পাশের মানুষজন বিক্ষোভ করে আসছিলেন।

কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা অভিযোগ করেছেন, থাই বাহিনী সীমান্ত লঙ্ঘন করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড বোমা ব্যবহার করেছে সাধারণ কম্বোডীয় মানুষের ওপর।

প্রধানমন্ত্রী হুন মেনেত আন্তর্জাতিক সম্প্রদায় ও আসিয়ানকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়ে থাইল্যান্ডের 'একতরফা পদক্ষেপ' বন্ধে সহযোগিতা চেয়েছেন।

অন্যদিকে, থাই সেনাবাহিনী বলেছে, প্রায় ২০০ কম্বোডীয় বিক্ষোভকারী তাদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে ফেলার চেষ্টা করে ও স্লিংশট দিয়ে আক্রমণ চালায়। এতে কয়েকজন থাই কর্মকর্তার আহত হওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

আরএ

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত