মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে হরমুজ প্রণালীতে ঘোষিত দুই দিনের লাইভ-ফায়ার নৌ মহড়া নিরাপদ ও পেশাদারভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় ইরানের অভিযান পরিচালনার অধিকার রয়েছে বলে স্বীকার করে সেন্টকম। তবে একইসাথে যেকোনো অনিরাপদ বা অপেশাদার আচরণের পরিণতি গুরুতর হতে পারে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড।
শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে সেন্টকম জানায়, ‘মার্কিন বাহিনী, আঞ্চলিক অংশীদার বা বাণিজ্যিক জাহাজের কাছে যেকোনো অনিরাপদ বা অপেশাদার আচরণ সংঘর্ষ, উত্তেজনা এবং অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়।’
সেন্টকম আরো জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন কর্মী, জাহাজ এবং বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত থাকবে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আইআরজিসির অনিরাপদ পদক্ষেপ সহ্য করব না। এর মধ্যে রয়েছে ফ্লাইট অপারেশনে নিযুক্ত মার্কিন সামরিক জাহাজের ওভারফ্লাইট, কম উচ্চতায় বা সশস্ত্রভাবে মার্কিন সামরিক সম্পদের ওপর দিয়ে উড়ে যাওয়া, মার্কিন সামরিক জাহাজের সাথে সংঘর্ষের পথে উচ্চগতির নৌকা চালানো, অথবা মার্কিন বাহিনীর দিকে প্রশিক্ষিত অস্ত্র তাক করা।’
সেন্টকমের মতে, হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক সমুদ্রপথ এবং আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধিকে সমর্থনকারী অপরিহার্য বাণিজ্য করিডোর। এ সমুদ্রপথে প্রতিদিন প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৯
মার্কিন রণতরির কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের