আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউরোপীয় নিষেধাজ্ঞা প্রতিরোধে যা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় নিষেধাজ্ঞা প্রতিরোধে যা করছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছে, ইরান-চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য গৃহীত পারমাণবিক চুক্তির আওতায় আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে না পারে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। খবর নিউ আরব নিউজের।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এটি প্রতিরোধের চেষ্টা করব। যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আমাদের কাছে সেসবের প্রতিক্রিয়া জানানোর উপকরণ রয়েছে।”

ইউরোপীয় তিন দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য—একটি চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছে, আগস্ট মাসের শেষের মধ্যে পারমাণবিক বিষয়ে কোনো কূটনৈতিক সমাধান না হলে তারা “স্ন্যাপব্যাক” প্রক্রিয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পায়। চুক্তির মেয়াদ অক্টোবর মাসে শেষ হচ্ছে, এবং চুক্তি লঙ্ঘন হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে।

ইরান এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমন্বয় বাড়াচ্ছে। বিশেষ করে রাশিয়া ও ইরান ২০২৫ সালের জানুয়ারিতে একটি “কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ” চুক্তি স্বাক্ষর করেছে, যা বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও তার মিত্রদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন