৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১: ৫৩
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২: ২৯
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন ৬ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটির আইন ভঙ্গ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (বিবিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, অধিকাংশ শিক্ষার্থী হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি প্রভৃতি অপরাধে অভিযুক্ত ছিলেন। কিছু ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদে সহায়তা’র অভিযোগও তোলা হয়েছে। তবে এ অভিযোগের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। সমালোচকদের মতে, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদিবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৪ হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে। আরো ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারা অনুযায়ী, যেখানে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’কে মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা বেআইনি কর্মকাণ্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

এর আগে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে। পরে জুনে সাক্ষাৎকার চালু হলে নতুন নিয়মে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। তাদের পোস্ট খতিয়ে দেখা হয় যুক্তরাষ্ট্রের নাগরিক, সরকার বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষ রয়েছে কি না তা নির্ধারণের জন্য।

স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল— যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন, প্রচারণা চালায় বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি— তাদের শনাক্ত করতে। ইহুদি-বিরোধী সহিংসতা বা হয়রানিতে জড়িতরাও এই তালিকায় ছিলেন।

মে মাসে কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, ‘যারা অতিথি হিসেবে এসেছেন কিন্তু শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের ভিসা বাতিল অব্যাহত থাকবে।’

অন্যদিকে, ডেমোক্র্যাট নেতারা এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এটি শিক্ষার্থীদের মৌলিক ও আইনি অধিকার হরণের শামিল।

‘ওপেন ডোরস’ নামের একটি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২১০টিরও বেশি দেশ থেকে অন্তত ১১ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ছিলেন।

সূত্র: বিবিসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত