রুশ-মার্কিন বৈঠক ওয়াশিংটনের ওপর নির্ভরশীল: ল্যাভরভ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২: ৫৮
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক আয়োজনের সম্ভাবনা নির্ভর করছে ওয়াশিংটনের ওপর। রাশিয়া এই বৈঠকের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

হাঙ্গেরিয়ান ইউটিউব চ্যানেল আল্ট্রাহ্যাংকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হাঙ্গেরিতে বৈঠক করার আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে প্রস্তুতিমূলক কাজ শুরু করার কথা বলেছেন পুতিন।

বিজ্ঞাপন

লাভরভ বলেন, রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের জন্য মস্কো প্রস্তুত, তবে এর উদ্যোগ নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।

তিনি আরো বলেন, ‘বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়। আমরা রাজি হই। তারপর তা বাতিল করা হয়।’

ল্যাভরভ জানান, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপে ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘এই ফোনকলটি এসেছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। পরে পররাষ্ট্র দপ্তর জানায়, ফলপ্রসূ আলাপ হয়েছে। এতটাই ভালো যে আপাতত নতুন কোনো বৈঠকের প্রয়োজন মনে করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘গত আগস্টে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফল নিয়ে রুবিওর সঙ্গে আলোচনার পর তিনি নতুন কোনো বৈঠক বা কথোপকথনের প্রসঙ্গ তোলেননি। আমিও তুলিনি, কারণ উদ্যোগটা তাদের দিক থেকেই এসেছিল। যুক্তরাষ্ট্র যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমরা সেভাবেই প্রস্তুত।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত