
আমার দেশ অনলাইন

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক অবাক করা ঘোষণায় জানিয়েছেন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী “ডিয়েলা” এখন “গর্ভবতী” এবং শিগগিরই “৮৩ সন্তান” জন্ম দেবে। রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন,“আমরা আজ ডিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো ৮৩ সন্তানের সাথে ডিয়েলা গর্ভবতী।”
তিনি ব্যাখ্যা করেন, এই “শিশুরা” বা এআই সহকারীরা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতে ঘটে যাওয়া আলোচনা বা ঘটনাবলী সম্পর্কে অবহিত রাখবে।
রামা মজার ছলে আরও বলেন,“যদি কেউ কফি খেতে গিয়ে অধিবেশনে ফিরে আসতে ভুলে যায়, তাহলে এই শিশুটি জানিয়ে দেবে কী বলা হয়েছে এবং কাকে পাল্টা জবাব দিতে হবে।”
আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই সিস্টেম পুরোপুরি চালু হবে এবং সংসদীয় কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, “ডিয়েলা” (যার অর্থ “সূর্য”) ২০২৪ সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়োগ পান।
তিনি ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন, নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন।
এআই-উৎপাদিত এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। ডিয়েলা বর্তমানে পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে আছেন, যা রামার দাবি অনুযায়ী “১০০ শতাংশ দুর্নীতিমুক্ত” এবং সম্পূর্ণ স্বচ্ছ।
এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অ-মানব (এআই) সরকারী মন্ত্রী নিয়োগের ইতিহাস গড়েছে। ডিয়েলা সম্পূর্ণভাবে কোড ও পিক্সেল দ্বারা তৈরি একটি ডিজিটাল সত্তা, যিনি এখন রূপক অর্থে “৮৩ সন্তান”-এর জননী হতে চলেছেন — আলবেনিয়ার সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্দেশ্যে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক অবাক করা ঘোষণায় জানিয়েছেন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী “ডিয়েলা” এখন “গর্ভবতী” এবং শিগগিরই “৮৩ সন্তান” জন্ম দেবে। রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন,“আমরা আজ ডিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো ৮৩ সন্তানের সাথে ডিয়েলা গর্ভবতী।”
তিনি ব্যাখ্যা করেন, এই “শিশুরা” বা এআই সহকারীরা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতে ঘটে যাওয়া আলোচনা বা ঘটনাবলী সম্পর্কে অবহিত রাখবে।
রামা মজার ছলে আরও বলেন,“যদি কেউ কফি খেতে গিয়ে অধিবেশনে ফিরে আসতে ভুলে যায়, তাহলে এই শিশুটি জানিয়ে দেবে কী বলা হয়েছে এবং কাকে পাল্টা জবাব দিতে হবে।”
আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই সিস্টেম পুরোপুরি চালু হবে এবং সংসদীয় কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, “ডিয়েলা” (যার অর্থ “সূর্য”) ২০২৪ সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়োগ পান।
তিনি ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন, নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন।
এআই-উৎপাদিত এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। ডিয়েলা বর্তমানে পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে আছেন, যা রামার দাবি অনুযায়ী “১০০ শতাংশ দুর্নীতিমুক্ত” এবং সম্পূর্ণ স্বচ্ছ।
এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অ-মানব (এআই) সরকারী মন্ত্রী নিয়োগের ইতিহাস গড়েছে। ডিয়েলা সম্পূর্ণভাবে কোড ও পিক্সেল দ্বারা তৈরি একটি ডিজিটাল সত্তা, যিনি এখন রূপক অর্থে “৮৩ সন্তান”-এর জননী হতে চলেছেন — আলবেনিয়ার সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্দেশ্যে।

এতে বলা হয়, পাকিস্তান সীমান্তের কাছে সম্ভাব্য ভারতীয় সামরিক মহড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ত্রি-সেবা যুদ্ধ মহড়া ‘ত্রিশূল ২০২৫’ ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের পশ্চিম সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ার অংশ হিসেবে ভারতের পক্ষ থেকে গুজরাট ও রাজস্থানের আকাশসীমাও
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাই মিউজিয়াম অব আর্ট (ডুমা) প্রকল্পটি ঘোষণা করেছেন। দুবাই ক্রিক-এর পানির ওপর গড়ে উঠবে এই প্রকল্পটি। দুবাইয়ের শাসক আল মাকতুম জানান, “জাদুঘরটি দুবাই ক্রিকের ওপর ভেসে শহরের শিল্পময়তা আরও উজ্জ্বল করবে।
২ ঘণ্টা আগে
এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, কিমের সঙ্গে বৈঠকের সুযোগ এলে তিনি প্রয়োজনে তার সফরের সময়সূচি বাড়াতে রাজি। যদিও বিষয়টি আগে ভাবেননি, তবুও সম্ভাবনাটি উন্মুক্ত রেখেছেন।
৩ ঘণ্টা আগে
জ্বালানি সংকটে সারাদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে মালির সামরিক সরকার। একটি সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে দেশটি। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে