জ্বালানি সংকটে মালিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৫: ৫৭
ছবি: আল জাজিরা

জ্বালানি সংকটে সারাদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে মালির সামরিক সরকার। একটি সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে দেশটি। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। খবর আল জাজিরার।

রোববার দেশটির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, ‘জ্বালানি সংকটে যান চলাচলে ব্যাহত হওয়ায় আগামী ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ১০ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় সবকিছু করবে।

কয়েক সপ্তাহ ধরে মালিতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে। কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো জ্বালানি ট্যাঙ্কার চলাচলের রাস্তা অবরোধ করে রেখেছে।

গ্যাস স্টেশনগুলো দীর্ঘ লাইন তৈরি হয়েছে। গণপরিবহন সেবা প্রায় অচল হয়ে পড়েছে। রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে।

রাজধানী বামাকোর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও জানিয়েছে যে জ্বালানি ঘাটতির কারণে শিক্ষার্থী এবং শিক্ষকরা ক্যাম্পাসে পৌঁছাতে না পারায় তারা ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে।

বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জ্বালানি ঘাটতি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারকে মালি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দূতাবাস আরো জানিয়েছে যে তারা বামাকোর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার পরিষেবা প্রদান করতে পারবে না।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত