আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আত্মসমর্পণের পর ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

আমার দেশ অনলাইন

আত্মসমর্পণের পর ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল
ছবি: আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আত্মসমর্পণের পর তাদের হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে একে সমর্থন জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। খবর মিডল ইস্ট আইয়ের।

হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি তাদের হাত উঁচু করে এবং শার্ট উঁচিয়ে একটি ভবন থেকে বেরিয়ে আসছেন। যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তারা নিরস্ত্র এবং সেনাদের জন্য কোনো হুমকি নয়। এরপর সেনারা তাদের গুলি করে হত্যা করে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন আল-মুনতাসির বিল্লাহ মাহমুদ কাসেম আবদুল্লাহ (২৬) এবং ইউসুফ আলী ইউসুফ আসা’সা (৩৭)। জেনিনের আবু দাহির মহল্লায় তাদের গুলি করা হয়। হত্যাকাণ্ডের পর ইসরাইলি বাহিনী তাদের লাশ আটকে রেখেছে।

ইসরাইলি সেনাবাহিনী এবং গুলি চালানোর কথা স্বীকার করেছে। কথিত সীমান্ত পুলিশ ইউনিটের কর্মকর্তারা দাবি করেছেন, দুই ব্যক্তি নির্দেশ পালন করতে ব্যর্থ হওয়ার পরে তারা গুলি চালিয়েছিলেন।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, এ হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘সেনাদের কাছ থেকে ঠিক যেমনটি প্রত্যাশা করা হয়েছিল তেমনই কাজ করেছে। সন্ত্রাসীদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।’

হামাস বলেছে, এ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে নির্মূল অভিযানের অংশ।

এই সপ্তাহের শুরুতে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করে। গত দুই বছরে, ইসরাইলি বাহিনী দখলকৃত অঞ্চল জুড়ে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরো হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

এই বছরের শুরুর দিকে, সেনাবাহিনী জেনিন এবং তুলকারমে ব্যাপক বিমান ও স্থল অভিযান চালায়। যার ফলে প্রায় ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন