আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার জাতিসংঘে ভোট

আমার দেশ অনলাইন

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার জাতিসংঘে ভোট
ছবি: আরব নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে । গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন দেয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য। খবর আরব নিউজের।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

খসড়া প্রস্তাব অনুযায়ী, একটি ‘শান্তি বোর্ড’ গঠন করা হবে, যা হবে গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ। এর নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। এই বোর্ড ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

পকিল্পনায় অনুযায়ী একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন করা হবে। এই বাহিনী ইসরাইল ও মিশর এবং নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সঙ্গে কাজ করবে যাতে সীমান্ত এলাকাগুলো সুরক্ষিত করা যায়।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, মিশর, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানায়।

বিবৃতিটি এমন এক সময়ে প্রকাশিত হয়, যখন রাশিয়া গাজা নিজস্ব একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে ট্রাম্পের দেয়া ‘শান্তি বোর্ড’ বা তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন বাদ দেয়া হয়েছে।

এরআগে গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও সেখানে সেনা পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি জানায় রাশিয়া, চীন ও বেশ কয়েকটি আরব দেশ। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা রাখার সুযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন