আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে নীরব আইসিসি, আফগানিস্তানের বিষয়ে কেন সরব?

আমার দেশ অনলাইন
ইসরাইলে নীরব আইসিসি, আফগানিস্তানের বিষয়ে কেন সরব?

আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ইসরাইল গাজায় প্রকাশ্য অপরাধ করছে অথচ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নীরব। কিন্তু যারা আফগানিস্তানে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আদালত।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

জবিউল্লাহ বলেন, আমরা ‘আন্তর্জাতিক আদালত’ নামক কোনো প্রতিষ্ঠানের স্বীকৃতি দিই না। আমরা এর অধীনও নই। ইসরাইল এবং তার পশ্চিমা মিত্ররা গাজা ও ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, প্রতিদিন শত শত নারী ও শিশু নিহত হচ্ছে, তখন এই আদালতের পক্ষ থেকে মানবাধিকার ও ন্যায়বিচারের কথা বলা লজ্জাজনক।

আইসিসি আফগানিস্তানের ইসলামিক এমিরেটের নেতা শেখ হিবতুল্লাহ আখুন্দজাদা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইসলামিক এমিরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আদালতকে স্বীকৃতি দেয় না।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আদালতের কার্যকর স্বাধীনতাকে সম্মান করে।

রাজনৈতিক বিশ্লেষক কামরান আমান বলেন, জাতিসংঘ যদি চায়, আফগানিস্তানকে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দিক এবং সব দেশ আফগানিস্তানকে স্বীকৃতি দিক—তাহলে আমরা আইনজীবী নিয়োগ করবো এবং যারা গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে, তাদের আইনি জবাব দেবো।

কিছু বিশ্লেষকের মতে, অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান সংলাপের মাধ্যমে হওয়া উচিত এবং এ ধরনের সিদ্ধান্ত কার্যকর নয়।

আরেক বিশ্লেষক গুল মোহাম্মদুদ্দিন মোহাম্মাদি বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে—এটা কোনো সমাধান নয়। যদি তারা ইসলামিক এমিরেটের সঙ্গে সমঝোতা চায় এবং বিশ্ব ও আফগান জনগণের জন্য কোনো হুমকি না থাকে তা নিশ্চিত করতে চায়, তবে তাদের সংলাপে বসে বিষয়গুলোর সমাধান করতে হবে।

উল্লেখ্য, চার মাস আগেও আইসিসি ইসলামিক এমিরেটের নেতা ও প্রধান বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, যা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় “অন্যায্য, দ্বিমুখী মানদণ্ড এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন