আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিল হামাস

আমার দেশ অনলাইন

ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিল হামাস

ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়। সকালে প্রথম দফায় সাতজনকে মুক্তি দেয়া হয়েছিল। এরপর দ্বিতীয় ধাপে বাকীদের মুক্তি দেয়া হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল১২ জানায়, সাতজন জিম্মিকে সাকলে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করা হয়। সবমিলিয়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরাইল মুক্তি দিচ্ছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।

বিজ্ঞাপন

এর আগে স্থানীয় সময় সকালে প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসর্লেই পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন—গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।

ফিলিস্তিনি বন্দি ও ইসরাইলি জিম্মিদের মুক্তি উপলক্ষ্যে গাজা সীমান্তে ভিড় করেছেন স্বজনরা।

দক্ষিণ গাজার খান ইউনিসে জড়ো হয়েছেন শত শত ফিলিস্তিনি। শত শত মুক্ত ফিলিস্তিনি শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, মিশরে আন্তর্জাতিক সম্মেলনে আজ গাজা শান্তি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে যোগ দেয়ার আগে ইসরাইল সফর করবেন তিনি।

ট্রাম্পের মধ্যস্ততায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু স্বাক্ষর হয়। যা এখনো বজায় রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন