আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল থেকে ৭০ কারামুক্তি ফিলিস্তিনি মিসরে পৌঁছেছেন। বন্দিবিনিময়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা। ইসরায়েল বলেছিল, এদের মিসরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে। তার অংশ হিসেবে ওই ৭০ ফিলিস্তিনিকে মিসরে নেওয়া হয়েছে।
গতকাল মিসরের আল-কাহেরা নিউজ বলেছে, এসব বন্দিরা ইসরায়েল দ্বারা ‘নির্বাসিত’ ছিল। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।
এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় হামাস। এদের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি করে রাখা হয়েছিল। পরে ওই চারজনের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় নেতানিয়াহু।
মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। এদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি আদালত একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৮৬ সাল থেকে ৩৯ বছর ধরে কারাগারে থাকা ব্যক্তিও আছেন।
বিবিসি জানায়, শনিবার মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেয়া হবে। গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে কাতার ও তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর কিছু বন্দিকে গাজায় পাঠানো হবে।
শনিবার দেখা গেছে, ধূসর ট্র্যাকস্যুট পরা কয়েকজন বন্দি রাফাহ সীমান্তের মিসরীয় পাশ দিয়ে দুটি বাস থেকে নামছে। এসব বন্দি বিষয়ক কমিটির প্রধান আমিন শুমান এএফপিকে বলেছেন, মিসরে ট্রানজিট করার পর নির্বাসিত বন্দিরা বসবাসের জন্য ‘আলজেরিয়া, তুরস্ক বা তিউনিসিয়া বেছে নেবে’।
মুক্তি পাওয়া একজন গণমাধ্যমকে বলেছেন, ‘অবর্ণনীয় অনুভূতি’। এ সময় হাসতে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের। তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান।
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল থেকে ৭০ কারামুক্তি ফিলিস্তিনি মিসরে পৌঁছেছেন। বন্দিবিনিময়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা। ইসরায়েল বলেছিল, এদের মিসরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে। তার অংশ হিসেবে ওই ৭০ ফিলিস্তিনিকে মিসরে নেওয়া হয়েছে।
গতকাল মিসরের আল-কাহেরা নিউজ বলেছে, এসব বন্দিরা ইসরায়েল দ্বারা ‘নির্বাসিত’ ছিল। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।
এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় হামাস। এদের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি করে রাখা হয়েছিল। পরে ওই চারজনের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় নেতানিয়াহু।
মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। এদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি আদালত একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৮৬ সাল থেকে ৩৯ বছর ধরে কারাগারে থাকা ব্যক্তিও আছেন।
বিবিসি জানায়, শনিবার মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেয়া হবে। গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে কাতার ও তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর কিছু বন্দিকে গাজায় পাঠানো হবে।
শনিবার দেখা গেছে, ধূসর ট্র্যাকস্যুট পরা কয়েকজন বন্দি রাফাহ সীমান্তের মিসরীয় পাশ দিয়ে দুটি বাস থেকে নামছে। এসব বন্দি বিষয়ক কমিটির প্রধান আমিন শুমান এএফপিকে বলেছেন, মিসরে ট্রানজিট করার পর নির্বাসিত বন্দিরা বসবাসের জন্য ‘আলজেরিয়া, তুরস্ক বা তিউনিসিয়া বেছে নেবে’।
মুক্তি পাওয়া একজন গণমাধ্যমকে বলেছেন, ‘অবর্ণনীয় অনুভূতি’। এ সময় হাসতে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের। তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩ ঘণ্টা আগে