গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৭: ৩৭
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৭: ৫৮
ছবি সংগৃহীত

ইরান ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে । শনিবার দেশটির বিচার বিভাগ জানিয়েছে- তাদেরকে কানো ছাড় দেয়া হবে না এবং দৃষ্টান্ত তৈরিতে তাদের কঠোর বিচার করা হবে। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার এক পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়া গত জুন মাসে ইসরাইলি বিমান হামলায় আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়। তার বিরুদ্ধেও গুপ্তচরভিত্তির অভিযোগ ছিল।

বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীরি সাংবাদিকদের বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেননি কতজনকে ছেড়ে দেয়া হয়েছে।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি বছর দেশটিতে ৮জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এবছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত আটজন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত