ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর সিএনএনের।
শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। এরপর স্ত্রীসহ তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া, ভেনেজুয়েলার শাসনব্যবস্থা ধ্বংস করার প্রচেষ্টা বন্ধ করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে চীন।’
বেইজিং এর আগে বলেছিল, তারা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ শক্তি প্রয়োগে গভীরভাবে মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ক্যারিবীয় আকাশপথে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
পাকিস্তানে তুষার সরাতে গিয়ে সেনাসহ নিহত ৩