ইসরাইলের তেল ট্যাংকারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৯
ফাইল ছবি

লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার সকালে সৌদি আরবের উপকূলে এ হামলা চালানো হয়। খবর আরব নিউজের।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল-মাসিরাহ টেলিভিশনে সম্প্রচারিত একটি পূর্ব-রেকর্ড করা বার্তায় হামলার কথা স্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, লাইবেরিয়ার পতাকাবাহী ‘স্কারলেট রে’ জাহাজটির ইসরাইলের সঙ্গে সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নির্যাতন, গাজায় জায়নবাদী বাহিনীর গণহত্যা ও দুর্ভিক্ষের জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগর ও আরব সাগরে ইসরাইলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার অবস্থান আমরা আবারো জোর দিয়ে জানাচ্ছি।’

জাহাজটির মালিক সিঙ্গাপুর-ভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং। তাদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি হুথিদের লক্ষ্যবস্তু হওয়ার কারণ হলো এটি ইসরিইলি মালিকানাধীন।

ইস্টার্ন প্যাসিফিক ইসরাইলি ধনকুবের ইদান ওফারের মালিকানাধীন।

গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, হুথিরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ১০০ এর বেশি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিযয়েছে। হুথিরা এ পর্যন্ত চারটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এতে কমপক্ষে আটজন নাবিক নিহত হয়েছেন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত