ইসরাইলের অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি জাহাজ কোম্পানির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৬: ০২
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৬: ১১

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের জন্য অস্ত্র নিয়ে যাওয়ার পথে একটি সৌদি জাহাজ আটক করে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি (বাহরি)।

গত শুক্রবার জেনোয়া বন্দরের কর্মীরা সৌদি আরবের পতাকাবাহী ‘বাহরি ইয়ানবু’ নামে জাহাজটি আটক করে বলে দাবি করে। কর্মীরা জানান, জাহাজটি ইসরাইলের জন্য নির্ধারিত অস্ত্র বহন করছিল।

বিজ্ঞাপন

‘বাহরি ইয়ানবু’ জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে যাত্রা করে জেনোয়া বন্দরে পৌঁছেছিল। সেখান থেকে নতুন করে অস্ত্র বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু জেনোয়া বন্দরের কর্মীরা জানতে পারেন যে, জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরাইলে পাঠানো হবে। এরপর ইউনিয়নের প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে ‘ইসরাইলগামী’ অস্ত্রের চালানটি শনাক্ত করেন বলে দাবি করেন।

এদিকে, সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি (বাহরি) ইসরাইলে অস্ত্র পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগের প্রতিবেদনগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। সোমবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বাহরি জানায়, এ অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বাহরি স্পষ্ট করে বলেছে,তারা কখনও ইসরাইলের কোনও পণ্য বা চালান পরিবহন করেনি এবং কোনোভাবেই এই ধরনের কোনও অভিযানে জড়িত হয়নি।

সংস্থাটি আরও জানায়, তাদের সমস্ত কার্যক্রম ‘প্রযোজ্য বিধিবিধানের সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য কঠোর তদারকি এবং স্পষ্ট পর্যালোচনা পদ্ধতির অধীনে হয়ে থাকে।

সৌদির জাহাজ কোম্পানিটি আরও জানায়, তারা এমন যেকোনও দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত, যা তাদের সুনামের ক্ষতি করতে পারে বা তাদের নীতিগুলোকে ভুলভাবে উপস্থাপন করতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত