যুদ্ধবিরতিতে ইরানকে চীনের সমর্থন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬: ৩৪

যুদ্ধবিরতি কার্যকরে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে এ সমর্থন জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন সমর্থন করে। এ জন্য ‘প্রকৃত যুদ্ধবিরতি’ করা যাতে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

একই সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন ওয়াং। যুক্তরাষ্ট্র এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষার অধীনে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের উদ্দেশ্যকে গুরুতরভাবে লঙ্ঘন করে। সূত্র: আল জাজিরা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত