সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) সতর্ক করেছে, যদি শিগগিরই আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হয়, তবে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ দেখা যাচ্ছে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে কুয়াশাও বিরাজ করছে।
মরুভূমি আবহাওয়ার দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। তবে গত দুই-তিন বছরে দেশটিতে কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে।
এনসিএম জানায়, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৌদিতে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। লোহিত সাগর থেকে দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ঝড়ো আবহাওয়া পারস্য উপসাগরেও শুরু হয়েছে। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে।
এসআর

