বিজেপি নেতার হুংকার

দুই বাংলা আবার এক হয়ে যাবে

বিশেষ প্রতিনিধি, কলকাতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮: ৩৩

বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকারের মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। গতকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে একটি কর্মসূচিতে রানাঘাটের এ এমপি বলেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে। আগেও এক ছিল বাংলা, ফের এক হয়ে যাবে।

বিজেপির এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার বলেন, উনি বিভিন্ন সময় ভুল কথা বলেন। ওর সুস্থতা কামনা করি আমরা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষা একটি কেন্দ্রীয় বিষয় যা বিজেপি সরকারই নিয়ন্ত্রণ করে, রাজ্যের বিষয় নয়।

জগন্নাথ সরকারের ওই মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—তাহলে কি তিনি বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন? নাকি এটি কেবলই আবেগের বশে দেওয়া একটি মন্তব্য?

বর্তমানে যখন পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শুরু হয়েছে এবং বিজেপি অনুপ্রবেশকারী ও তথাকথিত রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছে, ঠিক সেই সময় বিজেপির এ এমপির এমন মন্তব্য দলের নীতি ও অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করল। সীমান্তের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে তার বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত