আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

সীমান্তে সংঘর্ষের পর থেকে আফগানিস্তানে শরণার্থীদের ঢল যেন থামছেই না। গত ১৫ দিনে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে এক লাখ ৫০ হাজারের বেশি আফগান নাগরিক আফগানিস্তানে ফিরে এসেছেন।

শনিবার (৮ নভেম্বর) আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ।

বিজ্ঞাপন

আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলমুতালিব হাক্কানি জানিয়েছেন, গত ১৫ দিনে পাকিস্তান থেকে ২৪ হাজার ৭৮৭টি পরিবার, ইরান থেকে ১ হাজার ২৫১টি পরিবার এবং তুরস্ক থেকে ৬টি পরিবার ফিরে এসেছে।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে রয়েছেন নূরুল্লাহ ও মোহাম্মদ আমিরের মতো অনেকে, যারা প্রথমবারের মতো দেশে ফিরেছেন। তারা জানান, পাকিস্তানে অবস্থানকালে পুলিশের কড়াকড়ি, হয়রানি ও জোরপূর্বক বহিষ্কারের শিকার হয়েছেন।

এর আগে পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীরা দাবি করেছেন যে, পাকিস্তানি সেনাবাহিনী তাদের বাড়িঘর ধ্বংস করেছে এবং তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য তাদের ভাগ্য এখন অনিশ্চিত, কোনো আশ্রয় বা আয়ের কোন উৎস করেছে। শরণার্থীরা এখন গভীর অনিশ্চয়তার জীবন-যাপন করছেন।

নূরুল্লাহ বলেছেন, “আমরা সীমান্তে দুই সপ্তাহ, কান্দাহারে এক সপ্তাহ এবং এখন কাবুলে চার দিন ধরে আছি। এখনো কেউ আমাদের প্রদেশে নেওয়ার ব্যবস্থা করেনি।”

প্রত্যাবর্তনকারীরা শীতের আগে আশ্রয়, খাদ্য ও কর্মসংস্থানের সহায়তা চান। কাবুলের প্রত্যাবর্তন শিবিরে বর্তমানে ৭ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন। এদিকে তালেবান প্রশাসন প্রতিবেশী দেশগুলোকে জোরপূর্বক আফগান শরণার্থী বহিষ্কার বন্ধের আহ্বান জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন