আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়াকে বিভক্ত করার প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা তুরস্কের

আমার দেশ অনলাইন

সিরিয়াকে বিভক্ত করার প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা তুরস্কের
ছবি: আল আরাবিয়া

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়াকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টা রুখে দিতে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করবে। মঙ্গলবার আঙ্কারায় সাংবাদিকদের ফিদান বলেন, তুরস্ক মনে করে সিরিয়াকে ভাঙ্গাই হলো ইসরাইলের চূড়ান্ত লক্ষ্য। তবে এই লক্ষ্য পুরণ হতে দেওয়া হবে না। খবর আল আরাবিয়ার।

গত সপ্তাহে দামেস্কে ইসরাইলি হামলার নিন্দা জানান তিনি। বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সিরিয়ার প্রচেষ্টাকে নস্যাৎ করতেই এ হামলা চালায় ইসরাইল। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদায় দ্রুজ যোদ্ধা এবং সিরিয়ার বেদুইন উপজাতিদের মধ্যে সংঘর্ষের জন্য ইসরাইলকে দায়ী করেন তিনি।

বিজ্ঞাপন

তুরস্ক সিরিয়ার নতুন সরকারকে সমর্থন করে জানিয়ে বেদুইন এবং দ্রুজ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান হাকান ফিদান।

ফিদান বলেন, ইসরাইল একটি বিভক্ত সিরিয়া চায় যাতে দেশটি অস্থিতিশীল, দুর্বল এবং এ অঞ্চলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবে তুরস্ক ইসরাইলের এই নীতি বাস্তবায়ন হতে বাধা দেবে বলে হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি সুয়েইদায় সংঘাত শুরু হয়েছিল দ্রুজ ও বেদুইন জনগোষ্ঠীর মধ্যে। ১৩ জুলাই এই সংঘাত থামাতে হস্তক্ষেপ করে সিরীয় বাহিনী। তবে দ্রুজ যোদ্ধাদের সঙ্গেই উল্টো সংঘাতে জড়িয়ে পড়ে তারা। এমন পরিস্থিতিতে দ্রুজদের রক্ষার কথা বলে ১৬ জুলাই দামেস্কে হামলা চালায় ইসরাইল। এরপর দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সুয়েইদা ত্যাগ করেন সিরীয় সেনারা।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত বৃহস্পতিবার অভিযোগ করে বলেছিলেন, সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন