দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করতে সহায়তার জন্য তাকে এ সাজা দেওয়া হয়। সিউল সেন্ট্রাল জেলা আদালতের বিচারক লি জিন-গোয়ান বলেন, অভিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ও কর্তব্যের চূড়ান্ত অবহেলা করেছেন। খবর আল জাজিরার।
বিচারক বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে সামরিক শাসন জারি করতে সহায়তা এবং বৈধ মন্ত্রিসভার বৈঠক আয়োজনে ব্যর্থতার জন্য হানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৭৬ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রীকে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কারাগারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারক লি উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন জারি করার উদ্দেশ্য ছিল ‘সংবিধানিক শৃঙ্খলা নস্যাৎ করা’ এবং এটি বিদ্রোহের সমতুল্য।
বিচারক আরো বলেন, ‘বিবাদীর কর্মকাণ্ডের ফলে দক্ষিণ কোরিয়া অন্ধকার অতীতে ফিরে যাওয়ার ঝুঁকিতে ছিল, যে সময়টাতে জনগণের মৌলিক অধিকার এবং উদার গণতান্ত্রিক ব্যবস্থা লঙ্ঘিত হয়েছিল।
তবে হান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন, তিনি কখনো সামরিক আইন ঘোষণাকে সমর্থন বা সাহায্য করেননি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭
গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু