ইসরাইলের হামলায় এক চিকিৎসকের ৯ সন্তান নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২: ২০

অবরুদ্ধ গাজায় উপত্যকার একটি বাড়িতে ইসরাইলের বিমান হামলায় এক নারী চিকিৎসকের দশ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছেন। ওই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডা. আলা আল-নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে।

বিজ্ঞাপন

ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত