ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ‘সেরা বিকল্প' বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১: ৫৪
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে ‘সেরা বিকল্প’ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। গাজা প্রসঙ্গে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে ‘বাস্তবসম্মত’ বলে উল্লেখ করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ল্যাভরভ বলেন, ২০ দফা পরিকল্পনায় মূলত গাজা উপত্যকার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হলেও, বর্তমান পরিস্থিতিতে এটিই সবচেয়ে কার্যকর পন্থা।

বিজ্ঞাপন

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পরিকল্পনায় শুধুমাত্র গাজা উপত্যকার নিয়েই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে পশ্চিম তীরের কথা উল্লেখ করা হয়নি, তবে আমরা বাস্তববাদী। আমরা বুঝতে পারি যে এটিই এখন আলোচনার টেবিলে থাকা সেরা বিকল্প।’

তার মতে, পরিকল্পনাটি আরব দেশ এবং ইসরাইল উভয়ের কাছেই গ্রহণযোগ্য হতে পারে। তিনি বলেন, ‘অন্তত, আরবদের কাছে গ্রহণযোগ্যতা এবং ইসরাইল কর্তৃক প্রত্যাখ্যান না করার দিক থেকে এটিই সেরা বিকল্প। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য হওয়া দরকার।’

ট্রাম্পের উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করে ল্যাভরভ জোর বলেন, ‘যে যেকোনো মীমাংসার মূল লক্ষ্য হওয়া উচিত, দ্রুত রক্তপাত বন্ধ করা, জীবন বাঁচানো এবং গাজা উপত্যকা পুনরুদ্ধার করা।’

তার মতে যদি ফিলিস্তিনিরা এটি গ্রহণ করে তবে তা বাস্তবসম্মত হবে। ভবিষ্যতে যাতে আর যুদ্ধ শুরু না হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন ল্যাভরভ।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত