জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১: ২৫
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২: ৩২

ঐতিহাসিক নির্বাচনে জিতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার সকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী জাপানের ‘আয়রন লেডি’ নামে পরিচিত। তৃতীয়বারের চেষ্টায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের এই ঘনিষ্ঠ সহযোগী।

জাপানের পার্লামেন্টের ৪৬৫টি আসনের নিম্নকক্ষের ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির তাকাইচি ২৩৭টি ভোট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩৩টি ভোট। এ ছাড়া উচ্চকক্ষে ১২৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি, যেখানে জয়ের জন্য ১২৪টি ভোট প্রয়োজন ছিল।

বিজ্ঞাপন

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষরের পর তাকাইচির জয় আসে।

জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তাকাইচি।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত হওয়ার পর তাকাইচির সামনে এখন অনেক চ্যালেঞ্জ থাকবে। মন্দা অর্থনীতির সাথে লড়াই করা, মার্কিন-জাপানের কঠিন সম্পর্ককে মোকাবেলা করা এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ক্ষমতাসীন দলকে ঐক্যবদ্ধ করা তার জন্য বেশ কঠিন হতে পারে। সূত্র : বিবিসি, রয়টার্স

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত