আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আমার দেশ অনলাইন

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ছবি: আল জাজিরা

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটির আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়। খবর আল জাজিরার।

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে রাজধানী তাইপেতে ভবনগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।

বিজ্ঞাপন

তাইপে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গ্যাস ও পানির পাইপ লিকেজ এবং বিভিন্ন ভবনে সামান্য ক্ষতিসহ কিছু বিচ্ছিন্ন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, ইলানের তি হাজারের বেশি বাড়ি সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পের পর উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে তাদের কিছু স্থাপনা থেকে কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা আবার নিজ নিজ কাজে ফিরে যান।

আবহাওয়া প্রশাসন সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৫ থেকে ৬ মাত্রার আফটারশক হতে পারে। তবে ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় এবং সাগরে আঘাত হানায় ক্ষয়ক্ষতি সীমিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জনগণকে আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন