গাজায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জনের বেশি মানুষ। সারাবিশ্বের নজর এখন ইরান-ইসরাইল যুদ্ধের দিকে থাকলেও, ফিলিস্তিনেও হামলা চলমান রয়েছে।
সোমবার আল জাজিরা জানায়, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।
একটি হামলা চালানো হয় গাজার দক্ষিণে সালাহ আল-দ্বীন স্ট্রিটে। সেখানে অভুক্ত ফিলিস্তিনিরা ত্রাণের খাবার পাওয়ার অপেক্ষায় ছিলেন। নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আওদা হাসপাতালের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখানে চালানো হামলায় অন্তত দু’জন নিহত ও আহত হয়েছে আরো ৩৫ জন।
এছাড়া গাজা সিটির উত্তরাঞ্চলীয় এলাকা দেইর আল-বালাহতে ইসরাইলি হামলায় একজন নিহত ও আহত হয়েছে আরো দুইজন।
পাশাপাশি তথাকথিত নিরাপদ এলাকা মাওয়াসিতে ড্রোন হামলা হয়েছে। তবে হতাহতের বিস্তারিত খবর জানা যায়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের
ইসরাইলের হামলায় ১০ আইআরজিসি সদস্য নিহত