আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫
ফাইল ছবি

গাজায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জনের বেশি মানুষ। সারাবিশ্বের নজর এখন ইরান-ইসরাইল যুদ্ধের দিকে থাকলেও, ফিলিস্তিনেও হামলা চলমান রয়েছে।

সোমবার আল জাজিরা জানায়, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

একটি হামলা চালানো হয় গাজার দক্ষিণে সালাহ আল-দ্বীন স্ট্রিটে। সেখানে অভুক্ত ফিলিস্তিনিরা ত্রাণের খাবার পাওয়ার অপেক্ষায় ছিলেন। নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আওদা হাসপাতালের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখানে চালানো হামলায় অন্তত দু’জন নিহত ও আহত হয়েছে আরো ৩৫ জন।

এছাড়া গাজা সিটির উত্তরাঞ্চলীয় এলাকা দেইর আল-বালাহতে ইসরাইলি হামলায় একজন নিহত ও আহত হয়েছে আরো দুইজন।

পাশাপাশি তথাকথিত নিরাপদ এলাকা মাওয়াসিতে ড্রোন হামলা হয়েছে। তবে হতাহতের বিস্তারিত খবর জানা যায়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন