পাকিস্তানে ব্যাপক আলোচিত ভারতীয় নারী সারাবজিত কউরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। সোমবার (৫ জানুয়ারি) ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়।
শিখ ধর্মাবলম্বী সারাবজিত কউর তীর্থযাত্রার ভিসায় গত বছরের ৪ নভেম্বর একটি বড় দলের সঙ্গে পাকিস্তানে যান। অন্য তীর্থযাত্রীরা দেশে ফিরে গেলেও তিনি পাকিস্তানেই থেকে যান। সেখানে তিনি পাকিস্তানি নাগরিক নাসির হুসেইনকে বিয়ে করেন।
জানা গেছে, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসির হুসেইনের সঙ্গে সারাবজিতের পরিচয় হয়। পাকিস্তানে অবস্থানকালে তিনি শিখ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে নূরে ফাতিমা রাখেন।
সারাবজিতের আইনজীবী লাহোর হাইকোর্টকে জানান, তার ভিসার মেয়াদ ২০২৫ সালের নভেম্বরেই শেষ হয়ে যায়। এরপর তিনি অবৈধভাবে পাকিস্তানে অবস্থান করছিলেন, এ কারণে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় নারী ও পাকিস্তানি নাগরিকের এই বিয়ে দুই দেশেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতে অনেকে তাকে দেশদ্রোহী বলেও আখ্যা দিয়েছিলেন।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

