মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শুক্রবার বিকেলের ওই বৈঠকে মামদানির সঙ্গে অপ্রত্যাশিতভাবে নরম সুরে কথা বলেন ট্রাম্প। যদিও নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে একে-অপরের দিকে কথার তীর ছুড়েছেন এই দু’জন।
সাংবাদিকরা তাদের দু’জনের মধ্যে পার্থক্য এবং একে অপরের সম্পর্কে তাদের বিভিন্ন মন্তব্য তুলে ধরে প্রশ্ন করেন। তবে বিরক্ত হওয়ার পরিবর্তে দুজনেই তাদের মধ্যে যেসব বিষয়ে মিল রয়েছে, তা তুলে ধরেন।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছিলেন মামদানি। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মামদানি যদি তাকে ‘ফ্যাসিস্ট’ বলেও থাকেন, তাতেও তার আপত্তি নেই।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রতিবেদক মামদানির কাছে জানতে চান, তিনি কি এখনো ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মনে করেন কিনা? জবাবে মামদানি বলেন, ‘আমি এ বিষয়ে আগেও বলেছি...।’
তখন ট্রাম্প তার কথা থামিয়ে দিয়ে বলেন, ‘ঠিক আছে, আপনি বলতে পারেন- হ্যাঁ। ব্যাখ্যা করার চেয়ে এটা সহজ। আমার আপত্তি নেই।’
স্থানীয় সময় শুক্রবার বৈঠকের পর একে অপরের প্রশংসা করেছেন বিপরীত মেরুর দুই রাজনীতিক। বৈঠককে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বলে বর্ণনা করেন তারা।
নিউইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প এদিন মামদানিকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান এবং বলেন, দু’জন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অভিন্ন অবস্থান খুঁজে পেয়েছেন। বিশেষ করে আবাসন উন্নয়ন ও বাড়তি খাদ্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে।
আরএ

