কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৩: ৩৩
ছবি: বিবিসি

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। খবর বিবিসির।

বৃহস্পতিবার ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি চিঠিতে এই ঘোষণা দেন তিনি। বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপরও নতুন করে শুল্ক বসাবেন তিনি, শিগগিরই সেই ঘোষণা আসবে। ট্রাম্প এক সপ্তাহে ২০টিরও বেশি দেশে চিঠি পাঠিয়েছেন।

ট্রুথ সোশ্যালে লেখা চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে বলেছেন, ১ আগস্ট থেকে নতুন এই ঘোষণা কার্যকর হবে। কানাডা পাল্টা পদক্ষেপ নিলে শুল্কের পরিমাণ বাড়বে বলেও জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশের কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা প্রদান অব্যাহত রাখবে সরকার।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্প খাতে আরোপিত শুল্কের প্রভাব কানাডাও টের পাচ্ছে।

কেবল উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির (এনএএফটিএ) আওতায় কিছু কানাডীয় পণ্য আপাতত ছাড়ের আওতায় রয়েছে।

তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষিত শুল্ক কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির (সিইউএসএমএ) আওতাভুক্ত পণ্যের ওপর প্রযোজ্য হবে কিনা, তা স্পষ্ট নয়।

গত এক সপ্তাহে ২১টি দেশের পণ্যে এভাবে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প; জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি বাংলাদেশ ও শ্রীলঙ্কাও রয়েছে ওই তালিকায়। বাড়তি ওই শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হবে।

এছাড়া বিশ্বজুড়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব ধরনের গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন, যা আগামী মাসে কার্যকর হওয়ার কথা।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত