আলবানিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সাম্প্রতিক ইসরাইল সফরের প্রতিবাদে দেশটির রাজধানী তিরানায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ করে প্রধানমন্ত্রীর এই সফরের নিন্দা জানান বিক্ষোভকারীরা। তারা বলেন, প্রধানমন্ত্রীর সফর জনমতের প্রতিনিধিত্ব করে না। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
বিভিন্ন নাগরিক সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা শুক্রবার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। অংশগ্রহণকারীরা ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী রামার ইসরাইল সফরের বিরোধিতা করেন।
বিক্ষোভকারীরা ‘আমার নামে নয়’, ‘নিপীড়ন ও বর্বরতার সঙ্গে হাত মেলাবেন না’ এবং ‘গাজার বোমাবর্ষণ বন্ধ করুন’— এ ধরনের লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
আয়োজকদের একজন ফ্লোরিয়ার আরাপি বলেন, আলবেনিয়ানরা শান্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যা বা যুদ্ধাপরাধের পক্ষে নয়।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী রামার ইসরাইল সফর আমাদের জনগণের জন্য লজ্জার এবং এক বিরাট কলঙ্কের।” তিনি বলেন, “রামা আলবেনিয়াকে অন্যায়, অপরাধ এবং শিশু ও নারী হত্যার অন্ধকার পথে নিয়ে দাঁড় করিয়েছেন, যা ইতিহাসে আগে কখনো হয়নি। এমন এক সময়ে যখন বিশ্বের প্রায় সব দেশ নেতানিয়াহুর কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং ঘোষণা করেছে যে যদি নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। আর রামা বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে পেরে গর্বিত।”
বিক্ষোভকারী সিডোরেলা ভাতনিকাজ বলেন, “নেতানিয়াহুর নামে একজন যুদ্ধাপরাধীর সঙ্গে করমর্দনে আমাদের সমর্থন নেই। আমরা আলবেনীয় হিসেবে বলতে চাই, নব্বইয়ের দশকে কসোভোয় আমরা গণহত্যার শিকার হয়েছিলাম। আমরা জানি গণহত্যার শিকার হওয়ার অর্থ কী এবং আমরা এখন গাজায় যে গণহত্যা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই।’
ভাতনিকাজ বলেন, ইসরাইলি কোম্পানিগুলোকে আলবেনিয়ায় বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানোর ব্যাপারে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। তারা একে ‘অংশীদারিত্ব নয় বরং উপনিবেশবাদ’ বলে অভিহিত করেছেন।
তার সফরের সময়, রামা ইসরাইলের পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেন এবং বলেন, এখানে ভাষণ দেওয়া অনেক সম্মানের।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রে এপস্টেইন-সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার
ইমরানের চোখে অস্ত্রোপচার নিয়ে যা জানালেন চিকিৎসক