আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান সরকার সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, জেলেনস্কির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন বলেও অভিযোগ করেন আরাগচি।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি লেখেন, ‘ইরানিরা নিজেদের রক্ষা করতে জানে, তাদের বিদেশিদের সাহায্যের জন্য ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘জেলেনস্কি নিজের ও দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে ‘জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন’ মোকাবিলার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দুই হাতে লুটে নিচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘অথচ একই সময়ে, তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।’

জেলেনিস্ককে উদ্দেশ্য করে আরাগচি বলেন, ‘বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সেনায় ভরা বিদেশি মদতপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...