আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ

বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে, মৌখিক অভিযোগ দিয়েছেন,আসনটির দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অধ্যাপক আব্দুল মতিন অভিযোগ করে বলেন, বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের শাজাহানপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলাসহ নেতাকর্মী ও সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা মার্কার বিরুদ্ধে এসব নাশকতা করছে। যা গ্রহণযোগ্য না।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান আমার দেশকে বলেন, তারা মৌখিক অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন। তাদের নির্বাচনি ব্যানার পুড়িয়ে ফেলা হয়েছে এমনটি বলছিলেন। মৌখিক অভিযোগ শোনার পর আমি তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলেছি এবং তাঁর কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ দিলে সেটার ভিত্তিতে আমরা একটা ব্যবস্থা নিতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিঁড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন