আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এরদোয়ান, আলিয়েভ ও শাহবাজের হাসাহাসির নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

এরদোয়ান, আলিয়েভ ও শাহবাজের হাসাহাসির নেপথ্যে কী
পাকিস্তানের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্ট ও আজারবাইজানের প্রেসিডেন্টের পারস্পরিক ঐক্য প্রদর্শন। ছবি: পাকিস্তান টুডে

আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ইকোনমিক কোঅপারেশন অরগানাইজেশ (ইসিও) শীর্ষ সম্মেলন। এতে অংশ নেয় পাকিস্তান, উজবেকিস্তান, কিরজিজস্তান, তাজাখস্তান, পাকিস্তান, ইরান ও তুরস্ক। খবর পাকিস্তান টুডের।

সম্মেলনে পারস্পরিক ঐক্য জোরদার করার অঙ্গীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বিজ্ঞাপন

আজারবাইজানের খানকেনন্দি শহরে একসাথে সুন্দর সময়ও কাটান এই তিন নেতা। এসময় খোশগল্পে মেনে ওঠেন তারা। তাছাড়া তিন নেতাকে হাত ধরাধরি করে হাসতেও দেখা যায়। হাসাহাসির এই ভিডিও ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ খানকেন্দি শহর এবং এর ঐতিহাসিক ভবন সম্পর্কে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তুর্কি প্রেসিডেন্টকে অবহিত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার এক বিবৃতিতে একথা জানায়।

এসময় ঐক্যের প্রতীকী নিদর্শন হিসেবে, পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে অনুকরণীয় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং সংহতি প্রদর্শন করতে হাত ধরে ছবি তোলেন এই তিন নেতা।

শুক্রবার ইসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি আলাদা বৈঠকে, পাকিস্তান এবং আজারবাইজান একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী পাকিস্তানে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আজারবাইন। যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন