আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি

আমার দেশ অনলাইন

থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি

কম্বোডিয়ার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের দ্বিতীয় দিনে হামলা-পাল্টা হামলার মধ্যেই শুক্রবার সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড। খবর আল-জাজিরার।

চনথাবুরি ও ত্রাত প্রদেশে সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট এক বিবৃতিতে বলেছেন, ‘চনথাবুরির সাতটি জেলা ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন এখন থেকে কার্যকর থাকবে।’

বিজ্ঞাপন

থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

দেশ দুটির মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ বৃহস্পতিবার হঠাৎ তীব্র সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৫ জন থাই নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৬ জন।

উল্লেখ্য, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এসব এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২৮ জন নিহত ও ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন