ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৮: ০৩
ছবি: এএফপি

মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কার ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মার্কিন পুলিশ জানায়, ‘কুয়াউতেমোক’ নামে ওই জাহাজটি ২৭৭ জন আরোহীসহ ব্রিজের দিকে যাওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ও যান্ত্রিক সমস্যায় পড়েছিল। তবে জাহাজের ক্যাপ্টেন সামলানোর চেষ্টা করলেও ব্রুকলিন অংশের ব্রিজের পিলারে তা আঘাত করে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, সংঘর্ষের আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। এখন পর্যন্ত জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জন মারা গেছেন।

দুই নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম।

সূত্র: বিবিসি

বিষয়:

জাহাজ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত