পরমাণু কর্মসূচি নিয়ে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে ইরান। তুরস্কের ইস্তাম্বুলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এরআগে আলোচনা পুনরায় শুরু করতে ব্যর্থ হলে তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি দিয়েছিল পশ্চিমারা। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপ করেন এই তিন ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলাপে শুক্রবার বৈঠকের জন্য দিন ধার্য করেন তারা। এক মাস আগে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এটাই তাদের প্রথম ফোনালাপ।
২০১৫ সালে ইরানের সঙ্গে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ এই তিন ইউরোপীয় দেশের সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। ওই চুক্তি থেকে ২০১৮ সালে বের হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তির পর ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইয়ের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ইরান, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।’
বৈঠকে অংশ নিতে যাওয়া তিন ইউরোপীয় দেশ জানিয়েছে, পারমাণবিক আলোচনা যদি পুনরায় শুরু না হয় অথবা সুনির্দিষ্ট ফলাফল না আসে, তাহলে আগস্টের শেষ নাগাদ তারা তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
ইরানে ইসরাইলি হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাতে হামলা চালায়। গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরাইলের হামলায় ৯২ জনের মৃত্য