গাজায় নতুন করে আক্রমণের প্রস্তুতি ইসরাইলের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২২: ০৯
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১: ২৮

আবারও গাজা নগরীর ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী। ট্যাংক নিয়ে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে সেখানকার বাড়িঘর। গতকাল মঙ্গলবার রাতে গাজা নগরীর উত্তর সীমানায় এবাদ-আলরহমান এলাকায় প্রবেশ করে তারা। এ সময় দখলদার ইসরাইল বাহিনী বিভিন্ন আবাসিক ভবনে হামলা চালায়। আহত হয়েছেন অনেকে। ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গাজা নগরীতে নতুন করে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি হামাসের শেষ ঘাঁটি সেখানে অবস্থিত। নগরীর খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা বলেছেন, তাঁরা সেখানেই অবস্থান করবেন। কারণ, গাজা নগরী ছেড়ে দক্ষিণ দিকে পালানোর চেষ্টা মৃত্যুদণ্ডের শামিল।

বিজ্ঞাপন

এদিকে গতকাল বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রেয়ি বলেন, ‘গাজা নগরী খালি করতেই হবে। আমি নিশ্চিত করতে চাই, দক্ষিণাঞ্চলে বিশাল ফাঁকা এলাকা রয়েছে। এ ছাড়া গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন আশ্রয়শিবির এবং আল-মাওয়াসিতেও ফাঁকা জায়গা রয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত