আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা শাসনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের জন্য জাতিসংঘষের নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী দুই বছরের জন্য গাজার শাসনভার নেবে।
সোমবার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইটে প্রকাশিত হয় এই খসড়া। এতে বলা হয়, প্রস্তাবিত এই খসড়ায় যুক্তরাষ্ট্র ও তার অংশীদার দেশগুলোকে গাজা শাসন এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, গাজায় স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ইসরাইল ও মিসরের সঙ্গে গাজা উপত্যকার সীমান্ত সুরক্ষিত করবে। তারা বেসামরিক নাগরিকদেরও নিরাপত্তা দেবে। একইসঙ্গে তারা মানবিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে থাকবে।
এছাড়া এই প্রস্তাবনায় হামাসকে নিরস্ত্রীকরণের ক্ষমতা দেওয়া থাকবে আন্তর্জাতিক বাহিনীর। তারা সামরিক ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করবে এবং নতুন করে যাতে কোনো সংগঠন সশস্ত্র সংগ্রাম শুরু করতে না পারে, সে বিষয়টি দেখভাল করবে।
এই নিরাপত্তা বাহিনী চুক্তি রক্ষার্থে অতিরিক্ত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে তারা ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাব অনুসারে গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অন্তর্বর্তীকালীন সরকারি ক্ষমতা প্রদানের আহ্বান জানানো হয়। যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে সম্পন্ন করে, ততক্ষণ এই আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অবকাঠামো নির্মাণ ও তহবিল গঠনে কাজ করতে দিতে হবে।
এদিকে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে বিভিন্ন দেশ কাজ করছে। এ বিষয়ে কাঠামোও গঠন করা হবে। এরপর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পর গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য মুসলিম দেশগুলো বৈঠক করবে। এ জন্য কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ইস্তানবুলে আলোচনার জন্য বসবেন।

যুদ্ধবিধ্বস্ত গাজা শাসনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের জন্য জাতিসংঘষের নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী দুই বছরের জন্য গাজার শাসনভার নেবে।
সোমবার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইটে প্রকাশিত হয় এই খসড়া। এতে বলা হয়, প্রস্তাবিত এই খসড়ায় যুক্তরাষ্ট্র ও তার অংশীদার দেশগুলোকে গাজা শাসন এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, গাজায় স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ইসরাইল ও মিসরের সঙ্গে গাজা উপত্যকার সীমান্ত সুরক্ষিত করবে। তারা বেসামরিক নাগরিকদেরও নিরাপত্তা দেবে। একইসঙ্গে তারা মানবিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে থাকবে।
এছাড়া এই প্রস্তাবনায় হামাসকে নিরস্ত্রীকরণের ক্ষমতা দেওয়া থাকবে আন্তর্জাতিক বাহিনীর। তারা সামরিক ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করবে এবং নতুন করে যাতে কোনো সংগঠন সশস্ত্র সংগ্রাম শুরু করতে না পারে, সে বিষয়টি দেখভাল করবে।
এই নিরাপত্তা বাহিনী চুক্তি রক্ষার্থে অতিরিক্ত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে তারা ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাব অনুসারে গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অন্তর্বর্তীকালীন সরকারি ক্ষমতা প্রদানের আহ্বান জানানো হয়। যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে সম্পন্ন করে, ততক্ষণ এই আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অবকাঠামো নির্মাণ ও তহবিল গঠনে কাজ করতে দিতে হবে।
এদিকে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে বিভিন্ন দেশ কাজ করছে। এ বিষয়ে কাঠামোও গঠন করা হবে। এরপর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পর গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য মুসলিম দেশগুলো বৈঠক করবে। এ জন্য কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ইস্তানবুলে আলোচনার জন্য বসবেন।

মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিক হয়েছিলেন, কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না, যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক।
৪ মিনিট আগে
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিয়মিতভাবে বিভিন্ন অজুহাতে গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি সামরিক বাহিনী। এরই ধারাবাহিকতায় নতুন করে বিমান আবারো হামলা চালিয়েছে ইসরাইল। তবে এর মধ্য দিয়েও যুদ্ধবিরতি চুক্তির শর্তপূরণে ইসরাইলি হামলায় মারা যাওয়া বন্দিদের লাশ খুঁজতে বের হচ্ছ
১৮ মিনিট আগে
তুজলা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন রোগী কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
১৮ মিনিট আগে
২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে ৩৫ দিন স্থায়ী হওয়া অচলাবস্থার রেকর্ড এবার ভেঙে গেছে। এর ফলে লাখো আমেরিকান জরুরি সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। হাজার হাজার সরকারি কর্মচাররী বেতন পাচ্ছেন না। বিমান চলাচল খাতে তৈরি হয়েছে বিপর্যয়ের আশঙ্কা।
২৬ মিনিট আগে