পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে বৈঠকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৫: ২৪
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৫: ২৬
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

বেইজিংয়ে চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন শুরু করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। এই অধিবেশনে দেশের পরবর্তী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আজ (রোববার) এই অধিবেশন শুরু হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সংবাদমাধ্যমটি বলছে, বৈঠকের উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর পক্ষে কার্যপ্রতিবেদন উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং।

বিজ্ঞাপন

তিনি ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদী ১৫তম পঞ্চবার্ষিক জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রস্তাবনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

চার দিনব্যাপী এই বৈঠক চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এতে সরকার ও পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মূলত ২০৫ জন শীর্ষ কর্মকর্তা ও ১৬৭ জন বিকল্প সদস্য নিয়ে গঠিত। এটি পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা। আর এই সংস্থার দায়িত্বের মধ্যে রাজনৈতিক ব্যুরো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সদস্য মনোনয়ন ও নির্বাচন করাও রয়েছে।

শি জিনপিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

যদিও চলতি বছরে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় ৫ শতাংশ নির্ধারণ করেছে দেশটি।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত