ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান: আরাগচি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৪: ১২
ছবি: প্রেস টিভি

কোনো চাপেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না ইরান। পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও কোনো আলোচনা করবে না তেহরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তেহরান টাইমসে এক প্রতিবেদন বলা হয়, আরাগচি বলছেন, ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, হুমকি, এমনকি যুদ্ধ কোনো কিছুই সফল হবে না। যুদ্ধ করে তারা যা অর্জন করতে পারেনি, রাজনীতির মধ্যে দিয়েও তা তারা পাবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করতে প্রস্তুত থাকলেও, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে রাজি নয়।

আরাগচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপের কোনো ইচ্ছে আমাদের নেই। তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে ওয়াশিংটনের দেয়া শর্ত গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।

ইরানের এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, ইরান কখনই তার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবে না। তিনি জোর দিয়ে বলেন, কোনো যুক্তিসঙ্গত পক্ষই নিরস্ত্র হওয়া মেনে নেবে না।

আরাগচি বলেন, ‘আরেকটি বিষয়ে স্পষ্ট পরিষ্কার করতে চাই, আমরা সবক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরাইল যদি ফের হামলা করে, তাহলে আরো একবার পরাজিত হবে। আমরা আগের সংঘাতগুলো থেকে শিক্ষা নিয়েছি এবং ইসরাইল যদি কোনো প্রকার আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার ফলাফল হবে ভয়াবহ।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আইইবিতে ষষ্ঠ অ্যানুয়াল পেপার মিটের লোগো ও ট্রফি উন্মোচন

মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনতিবিলম্বে সংশোধনের আহ্বান টিআইবির

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টের সভা

সিডনিতে এক উচ্চাভিলাষী মসজিদের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত