ভেনেজুয়েলার উপকূল থেকে জব্দ হওয়া তেলবাহী ট্যাঙ্কারটি আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। এটি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং লেবাননের হিজবুল্লাহকে তেল চোরাচালান নেটওয়ার্কের মাধ্যমে সুবিধা দিয়েছে বলে অভিযোগ ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এই জব্দের ঘোষণা দিয়ে বলেন, “এটি একটি বড় ট্যাঙ্কার, খুব বড়, সত্যিই সবচেয়ে বড় ট্যাঙ্কার।”
ট্যাঙ্কারটির নাম পরিচয় পাওয়া গেছে দ্য স্কিপার হিসাবে।
সিবিএস জানিয়েছে, ২০২২ সালে স্কিপার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রক কর্তৃক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। কারণ এটি তেল চোরাচালান নেটওয়ার্কে যুক্ত ছিল যা ইরানি রেভোলিউশনারি গার্ড কোর ও হিজবুল্লাহকে তহবিল জোগাতো। এটি তখন অন্য নামে পরিচিত ছিল।
এই জব্দকৃত সুপারট্যাঙ্কার একটি “শ্যাডো ফ্লিট”-এর অংশ, যা নিষিদ্ধ তেল সবচেয়ে বড় গন্তব্যে পরিবহন করে। এই ধরনের জাহাজগুলো প্রায়ই তাদের সিগন্যাল বন্ধ করে বা অবস্থান গোপন করে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে ট্রেডার ও শিপিং সংস্থাগুলো ভেনেজুয়েলার তেল পরিবহনে এই ধরনের ট্যাঙ্কারের ব্যবহার বাড়িয়েছে।
গায়ানা নৌপরিবহন কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে, দ্য স্কিপার মিথ্যাভাবে গায়ানার পতাকা বহন করছিল। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা এমন জাহাজের বিস্তার এবং অননুমোদিত পতাকা ব্যবহার অগ্রহণযোগ্য বলে বিবেচনা করি।”
যুক্তরাষ্ট্রের সরকারের দ্বারা ট্যাঙ্কারের জব্দের বিষয়ে অবহিত হওয়ার পর গায়ানা কর্তৃপক্ষ এই অননুমোদিত পতাকা ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
সূত্র: আল আরাবিয়া
এসআর

