আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৬ ইউরোপীয় নেতার যৌথ বিবৃতি

ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনের সিদ্ধান্তের স্বাধীনতা থাকতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনের সিদ্ধান্তের স্বাধীনতা থাকতে হবে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত ২৬টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকতে হবে। মঙ্গলবার এই যৌথ বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, যে কোনোভাবেই কূটনৈতিক সমাধানে ইউক্রেন ও ইউরোপের স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। তিন বছরের বেশি চলমান এ যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা চালাচ্ছেন। এর অংশ হিসেবে আগামী শুক্রবার আমেরিকার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে ইউক্রেন ও ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে উপস্থিতি ছাড়া কোনোপ্রকার সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিরোধিতা করা হচ্ছে।

২৬ ইউরোপীয় নেতার বিবৃতিতে বলা হয়, ‘অর্থপূর্ণ আলোচনা তখনই হতে পারে যখন যুদ্ধবিরতি বা বৈরিতার প্রশমন হয়। আমরা বিশ্বাস করি কূটনৈতিক সমাধানে ইউক্রেন ও ইউরোপের অপরিহার্য নিরাপত্তার স্বার্থে সংরক্ষণ করবে।’

এর আগে সোমবার রাতে ইইউভুক্ত ২৭ দেশের মধ্যে আলোচনার পর ২৬টি দেশ এ বিবৃতির পক্ষে মত দেয়। শুধু হাঙ্গেরি এ বিবৃতির সঙ্গে দ্বিমত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন