
আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ার একাধিক শহরে চলমান সহিংস বিক্ষোভের কারণে চীন সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। চলমান অস্থিরতা মোকাবিলায় তিনি নিজেই দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমাধানে নেতৃত্ব দিতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।
রোববার ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রাবোওর চীন সফরের কথা ছিল ৩ সেপ্টেম্বর, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সফর বাতিল করে প্রেসিডেন্ট চীন সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
বিক্ষোভের সূত্রপাত হয় রাজধানী জাকার্তায়, বৃহস্পতিবার যখন পুলিশের একটি সাঁজোয়া গাড়ির ধাক্কায় আফান কুর্নিয়াওয়ান নামে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটে। ঘটনার সময় সে একটি খাবার সরবরাহের অর্ডার পূরণ করছিল।
তরুণের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। জাকার্তা, মাকাসারসহ বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়া হয়, পুলিশ ফাঁড়ি ও সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত চারজন। মাকাসারে আঞ্চলিক পরিষদের কার্যালয়ে আগুনে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়।
প্রেসিডেন্ট প্রাবোও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি প্রশাসনকে দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন।
ইন্দোনেশিয়ার পুলিশ প্রধানও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, এই ঘটনা স্বচ্ছভাবে তদন্ত করে দেখা হবে।

ইন্দোনেশিয়ার একাধিক শহরে চলমান সহিংস বিক্ষোভের কারণে চীন সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। চলমান অস্থিরতা মোকাবিলায় তিনি নিজেই দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমাধানে নেতৃত্ব দিতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।
রোববার ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রাবোওর চীন সফরের কথা ছিল ৩ সেপ্টেম্বর, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সফর বাতিল করে প্রেসিডেন্ট চীন সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
বিক্ষোভের সূত্রপাত হয় রাজধানী জাকার্তায়, বৃহস্পতিবার যখন পুলিশের একটি সাঁজোয়া গাড়ির ধাক্কায় আফান কুর্নিয়াওয়ান নামে ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটে। ঘটনার সময় সে একটি খাবার সরবরাহের অর্ডার পূরণ করছিল।
তরুণের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। জাকার্তা, মাকাসারসহ বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়া হয়, পুলিশ ফাঁড়ি ও সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত চারজন। মাকাসারে আঞ্চলিক পরিষদের কার্যালয়ে আগুনে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়।
প্রেসিডেন্ট প্রাবোও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি প্রশাসনকে দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন।
ইন্দোনেশিয়ার পুলিশ প্রধানও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, এই ঘটনা স্বচ্ছভাবে তদন্ত করে দেখা হবে।

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৪ ঘণ্টা আগে
খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৪ ঘণ্টা আগে
হোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৪ ঘণ্টা আগে
গুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
৪ ঘণ্টা আগে