গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২১: ০৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে “প্রস্তুত” আছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ রয়েছে যে রাশিয়া গোপন আন্ডারগ্রাউন্ড পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

লাভরভ একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাষ্ট্রীয় মিডিয়াকে বলেন, “আমরা আমাদের আমেরিকান সহকর্মীদের উত্থাপিত সন্দেহগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত, যা আমাদের শীর্ষে গোপনে কোনো কাজ করার সম্ভাবনার বিষয়ে।”

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্প এই মাসের শুরুতে রাশিয়া ও চীনের বিরুদ্ধে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছেন। বিষয়টি ইউক্রেন নিয়ে প্রস্তাবিত সামিট হঠাৎ বাতিল করার পর প্রকাশ পেয়েছিল। তবে লাভরভ বলেন, পারমাণবিক পরীক্ষা এবং সামিটের বিষয় একে অপরের সঙ্গে জড়িত নয়।

এএফপি/এসআর

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত