
আমার দেশ অনলাইন

ইরান জানিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। মঙ্গলবার আবুধাবি স্ট্র্যাটেজিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভরশীল।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয়।” খাতিবজাদে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে বলেন, “ওয়াশিংটন তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের পারমাণবিক আলোচনার বিষয়ে পরস্পরবিরোধী বার্তা পাঠাচ্ছে।”
ইরানি এই কূটনীতিক আরও বলেন, আমেরিকার সঙ্গে যেকোনো চুক্তি কেবলমাত্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনের মাধ্যমেই সম্ভব। খামেনি সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সংলাপের ওপর জোর দিয়ে আসছেন। তবে খাতিবজাদে স্পষ্ট করে দেন, “ইরান তার জাতীয় নিরাপত্তা বিষয়ে কখনোই আপস করবে না।”
ইরানের এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরাইলি হামলার পর ইরান-মার্কিন পরোক্ষ পারমাণবিক আলোচনা অচলাবস্থায় পড়েছে। জুনের মাঝামাঝি এই হামলা ওমানের মধ্যস্থতায় আলোচনার ষষ্ঠ দফা শুরু হওয়ার দুই দিন আগে সংঘটিত হয়। ইরানি কর্মকর্তারা এ হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন। হামলার পর ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়, যাতে ইরানের এক সিনিয়র কমান্ডারসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হন।
এদিকে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক “দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতার” ভিত্তিতে সংজ্ঞায়িত। তিনি বলেন, “কেউ কেউ পরামর্শ দেন যে আমেরিকার আগ্রাসন উপেক্ষা করে ইরান একতরফা পদক্ষেপ নিক, কিন্তু এটি ভুল ধারণা। আমেরিকা ইরানে হামলা চালিয়ে এখন আলোচনার কথা বলছে—এটি দ্বিচারিতা।”
ইরান জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে তাদের সব বাধ্যবাধকতা মেনে চলছে। দেশটি জানায়, তাদের ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেবলমাত্র বেসামরিক ও গবেষণামূলক উদ্দেশ্যে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) এবং পশ্চিমা দেশগুলো ইরানের এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইরান জানিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। মঙ্গলবার আবুধাবি স্ট্র্যাটেজিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভরশীল।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয়।” খাতিবজাদে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে বলেন, “ওয়াশিংটন তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের পারমাণবিক আলোচনার বিষয়ে পরস্পরবিরোধী বার্তা পাঠাচ্ছে।”
ইরানি এই কূটনীতিক আরও বলেন, আমেরিকার সঙ্গে যেকোনো চুক্তি কেবলমাত্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনের মাধ্যমেই সম্ভব। খামেনি সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সংলাপের ওপর জোর দিয়ে আসছেন। তবে খাতিবজাদে স্পষ্ট করে দেন, “ইরান তার জাতীয় নিরাপত্তা বিষয়ে কখনোই আপস করবে না।”
ইরানের এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরাইলি হামলার পর ইরান-মার্কিন পরোক্ষ পারমাণবিক আলোচনা অচলাবস্থায় পড়েছে। জুনের মাঝামাঝি এই হামলা ওমানের মধ্যস্থতায় আলোচনার ষষ্ঠ দফা শুরু হওয়ার দুই দিন আগে সংঘটিত হয়। ইরানি কর্মকর্তারা এ হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন। হামলার পর ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়, যাতে ইরানের এক সিনিয়র কমান্ডারসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হন।
এদিকে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক “দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতার” ভিত্তিতে সংজ্ঞায়িত। তিনি বলেন, “কেউ কেউ পরামর্শ দেন যে আমেরিকার আগ্রাসন উপেক্ষা করে ইরান একতরফা পদক্ষেপ নিক, কিন্তু এটি ভুল ধারণা। আমেরিকা ইরানে হামলা চালিয়ে এখন আলোচনার কথা বলছে—এটি দ্বিচারিতা।”
ইরান জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে তাদের সব বাধ্যবাধকতা মেনে চলছে। দেশটি জানায়, তাদের ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেবলমাত্র বেসামরিক ও গবেষণামূলক উদ্দেশ্যে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) এবং পশ্চিমা দেশগুলো ইরানের এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের ঋণের সীমা থেকে অব্যাহতি দেওয়ার বৃহৎ দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিজেদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে জার্মানি। এরই প্রেক্ষিতে ব্যাপক প্রতিরক্ষা ক্রয়ে নেমেছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।
১ ঘণ্টা আগে
আগামী রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জোতির্বিদরা। যদিও পবিত্র রমজান শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।
২ ঘণ্টা আগে
আজারবাইজান থেকে তুরস্ক যাওয়ার পথে তুরস্কের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘আজারবাইজান থেকে তুরস্কে আসার পথে একটি সি-১৩০ সামরিক বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের
৩ ঘণ্টা আগে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে “প্রস্তুত” আছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ রয়েছে যে রাশিয়া গোপন আন্ডারগ্রাউন্ড পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
৩ ঘণ্টা আগে